আমরা যারা মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছি কিংবা বংশপরম্পরায় মুসলিম দাবি করে আসছি,আমরা সবাই মুলতো মুসলমানিত্বের নিম্নোক্ত পর্যায়ের কোনোটির না কোনোটির সাথে অবশ্যই সম্পৃক্ত-
১/ নিজেকে মুসলিম দাবি করি, আমলিয়াতের দিক দিয়েও সচেতন এবং ইসলামকে নিজের জীবনে বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা করি। আলহামদুলিল্লাহ এই শ্রেণির মানুষদের কাজকর্মে মুসলমানিত্বের নিদর্শন খুঁজে পাওয়া যায়।
২/ আমরা নিজেকে মুসলিম দাবি করি,যা চৌদ্দপুরুষ থেকে দাবি করেই আসছি।অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, মুখেও স্বীকার করি,,,শুধু কাজ কর্ম বা আমলিয়াত করি না বা এইদিক দিয়ে একটু দূর্বল যা মূলতো ইমানের অপরিপূর্ণতা, বিভিন্ন ব্যস্ততা এবং শয়তানের ধোকার কারণে করে ওঠা হয় না। কিন্তু মনে ইচ্ছা এবং আকাঙ্খা আছে আমল করার। আল্লাহ ও রাসুলে প্রতি অন্তরে ভালোবাসা রয়েছে কিছুটা।
৩/ এই শ্রেণির লোকজন অন্যান্য সবার মতোই নিজেকে তথাকথিত মুসলিম দাবি করে। তবে এদের মাঝে আমল,আখলাক বা মুসলমানিত্বের বিন্দুমাত্র নিদর্শন খুঁজে পাওয়া যায় না। এরা মোটামুটি সব ক্ষেত্রেই পাশ্চাত্য সভ্যতাকে অনুসরণ করে,, চলন, কথন সব সেকুলারদের মতো হয়! ধর্ম কর্মের প্রতি বিন্দুমাত্র আগ্রহ কিংবা অনুরাগ নেই। মাঝে মাঝে এরা ইসলামকে শুধুমাত্র মসজিদ মুখী বা গৃহবন্দি করার হালকা পাতলা চেষ্টা করে।
এবং যারা এদের ধর্ম কর্ম সম্পর্কে একটু আধটু বোঝাতে যায় তাদেরই উল্টা বলে বসে..."এখান থেকে যা তো ভাই, তুই কতবড় আলেম হয় গেসিস যে আমাকে বুঝাতে আসছিস,,আমিও মুসলমান আমাকে বেশি বুঝাইতে আসিস না।" অনেকটা এরকমই।এরা যদিও বাইরে প্রচার করে যে তারা মুসলিম,আল্লাহ ও রাসুল সা. এর উপর বিশ্বাস আছে। কিন্তু অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাই জানেন।এরাই মূলতো প্রকাশ্যে বা গোপণে নাস্তিক হয়ে যায়,,এবং ইসলামের চরম ক্ষতি করে।এরা অনেক অনুভুতিহীনের মতো চারিদিকে আল্লাহর নিদর্শন সমুহ দেখতেই পায় না। হয়তো আল্লাহ এদের অন্তরে কুলুপ এটে দিয়েছেন। এরা মুলতো ইসলামের অনেক বিষয়ের ভুল ব্যাখ্যা মানুষের মাঝে প্রচার করে বেড়ায়,,অনেকটা ধর্মটাকে পশ্চিমাদের মতো করে সাজাতে চায়,,,খেয়াল খুশিমতো হালাল হারাম ঘোষনা করে,,,অন্যায় কাজে এরা বড়ই উৎসাহী।
নাস্তিক এবং ইসলাম বিরোধীরা এদেরকেই স্বল্পমূল্য ক্রয় করে নিয়ে ইসলামের বড় বড় ক্ষতি করতে চায়।
© আহমাদ তাজনুর হাবীব
Post a Comment