জোরগলায় নিজেকে মুসলিম দাবি করি।অথচ সুন্নতে খাৎনা ছাড়া মুসলমানিত্বের কোনো নিদর্শন আমাদের মাঝে খুঁজে পাওয়া যায় না।
তারচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা যারা কিশোর এবং তরুণ প্রজন্ম, তারা ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে ইসলাম চর্চা করতে চরম লজ্জাবোধ করি।
যেমন ধরুন, অত্যাধুনিকতার এই যুগে কারো সাথে দেখা হলে,সালাম দিয়ে কথা শুরু করাটা যেন চরম লজ্জার বিষয়।ভদ্রতার খাতিরে মুরুব্বিদের এবং শিক্ষকদের কে দায়সারা সালাম দিয়ে থাকি। যার উচ্চারণটা হয় ঠিক এইরকম "স্লাম্লিকুম!"
জন্মের পর হয়তো কেউ এখনো বাবা-মা কে একবারও সালাম দেই নি।
আহা লাজুক জাতি!
অথচ পাশ্চাত্যের নোংরা অর্ধ লগ্ন পোশাক পরে ঘুরে বেড়াতে আমাদের সামান্য লজ্জাবোধ কাজ করে না।
তরুন প্রজন্মের বেশিরভাগই শুক্রবার ছাড়া মসজিদ মুখী হই না।অনেকেই আবার দুই ঈদের নামাজের মাধ্যমে সারা বছরের ফরজ,সুন্নত,নফল সব উসুল করে নিই।
শয়তান হয়তো আমাদের সবাইকে চতুর্দিক থেকে ধোঁকায় ফেলতে সক্ষম হয়েছে।কারণ আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে মানুষের তৈরি অশ্লীলতাকে অগ্রাধিকার দিচ্ছি!
শয়তানের চ্যালেঞ্জ ছিলো-
তারপর আমি তাদের সামনে দিয়ে, তাদের পেছন দিয়ে, তাদের ডান দিয়ে, তাদের বাম দিয়ে, তাদের কাছে অবশ্যই আসব, তুমি তাদের অধিকাংশকেই শোকর আদায়কারী পাবে না।"
(আরাফ ১৭)
© আহমাদ তাজনুর হাবীব
ঠিক বলেছেন ভাই 😥
ReplyDeletePost a Comment